লেনদেনের প্রথম ঘণ্টায় ঊর্ধ্বমুখী ঢাকা-চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

প্রকাশ :
সংশোধিত :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকগুলো ছিল ঊর্ধ্বমুখী। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান নেয়, শরিয়াভিত্তিক সূচক (ডিএসইএস) বাড়ে ৩ পয়েন্ট এবং ব্লু-চিপ সূচক (ডিএস৩০) অগ্রসর হয় ৯ পয়েন্ট।
প্রথম ঘণ্টায় মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২০৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ১০০টির কমেছে এবং ৭১টির কোনো পরিবর্তন হয়নি।
লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে টার্নওভার বা মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৬০ কোটি টাকার বেশি।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনটি শুরু হয় ইতিবাচক প্রবণতায়। সূচকটি ৩ পয়েন্ট বৃদ্ধি পায়।
সিএসইতে প্রথম ঘণ্টায় ৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়, যার মধ্যে ৩২টির দাম বেড়েছে, ৩৮টির কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯ কোটি টাকার বেশি।
 
 
              For all latest news, follow The Financial Express Google News channel.