দিনের শুরুতে উর্ধ্বমুখী ডিএসই ও সিএসই

প্রকাশ :

সংশোধিত :

দেশের দুই শেয়ারবাজারে লেনদেন ইতিবাচকভাবে শুরু হয়েছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধির প্রভাবে ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই সূচক বেড়েছে।  

আজ মঙ্গলবার (০৪ নভেম্বর) লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ইসলামী শরিয়াভিত্তিক সূচক ডিএসইএস  ও ব্লু-চিপ সূচক ডিএস৩০ উভয়ই ৬ পয়েন্ট করে বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

প্রথম ঘণ্টায় ডিএসইতে মোট ৩১৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়, যার মধ্যে ২২৫টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ২৮টি কমেছে এবং ৬২টি অপরিবর্তিত রয়েছে। দিনের শুরুতে টার্নওভার দাঁড়ায় ৬৫ কোটি টাকারও বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক সামান্য বৃদ্ধি পেয়েছে। এ শেয়ারবাজারের সার্বিক সূচক ১ পয়েন্ট বেড়েছে। প্রথম ঘণ্টায় সেখানে ২২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়, যার মধ্যে ১৪টির দর বেড়েছে, ৬টির কমেছে এবং ২টি অপরিবর্তিত রয়েছে। এ সময়ে সিএসইর টার্নওভার ৭ কোটি টাকা অতিক্রম করে।

সর্বশেষ খবর