দিনের শুরুতে শেয়ারবাজারে লেনদেনের ঊর্ধ্বমুখী ধারা

প্রকাশ :

সংশোধিত :

দিনের শুরুতে দেশের শেয়ারবাজারগুলোতে সূচকের ঊর্ধ্বগতি দেখা যায়। 

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রথম ঘণ্টায় ৩৮ পয়েন্ট বেড়েছে। 

এছাড়া শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৫ পয়েন্ট এবং ব্লু-চিপ ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বৃদ্ধি পায়। 

মোট ৩৮৭টি লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ২৮৫টির দাম বেড়েছে, ৪০টির কমেছে এবং ৬২টির কোন পরিবর্তন হয়নি।

লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য ছিল, প্রথম ঘণ্টায় ডিএসই-তে মোট লেনদেনের পরিমাণ ছিল ১৮০ কোটি টাকার বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী ধারা দেখা গেছে। প্রথম ঘণ্টায় এর প্রধান সূচক ৪৯ পয়েন্ট বেড়েছে।

সিএসই-তে মোট ৬১টি শেয়ারের মধ্যে ৩৯টির দাম বেড়েছে, ১৩টির কমেছে এবং ৯টির কোনো পরিবর্তন হয়নি। প্রথম ঘণ্টায় সিএসই-তে শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট মিলিয়ে প্রায় ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। 

সর্বশেষ খবর