ডিএসই ও সিএসই-তে লেনদেনের শুরুতে উত্থান

প্রকাশ :
সংশোধিত :

দেশের পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শুরুটা হয়েছে উত্থানের মধ্য দিয়ে। লেনদেনের প্রথম ঘণ্টাতেই ঢাকা ও চট্টগ্রাম দুই শেয়ারবাজারেই সূচক ছিলো উর্ধ্বমুখী। পাশাপাশি এ সময়ের মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রথম ঘণ্টার লেনদেনে বেড়েছে ৪৬ পয়েন্ট। শরিয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ১১ পয়েন্ট, আর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৯ পয়েন্ট।
সকালের সেশনেই ডিএসইতে ৩০৩টি কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৯টির দাম বেড়েছে, ২৪টির কমেছে এবং ৬০টির কোনো পরিবর্তন হয়নি।
লেনদেনের মাত্র এক ঘণ্টাতেই ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭০ কোটি টাকারও বেশি।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকে ইতিবাচক গতি লক্ষ্য করা গেছে। সেখানে প্রধান সূচক ৫৭ পয়েন্ট বেড়েছে।
সকালের সেশনে সিএসইতে ৪৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ৩৭টির দাম বেড়েছে, ৮টির কমেছে এবং ৩টির কোনো পরিবর্তন হয়নি। মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

