ডিএসই ও সিএসই সূচক প্রথম ঘণ্টায় উর্ধ্বমুখী

প্রকাশ :

সংশোধিত :

খোলার পর প্রথম ঘন্টায় ইতিবাচকভাবে শুরু হয়েছে দেশের দুই শেয়ারবাজার। 

আজ সোমবার (১৭ নভেম্বর) দিনের শুরুতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকগুলো বৃদ্ধি পেয়েছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। শারিয়াহ সূচক ডিএসইএস ১৩ পয়েন্ট উর্ধ্বগতি দেখেছে এবং ব্লু-চিপ সূচক ডিএস৩০ ৮ পয়েন্ট বেড়েছে।

মোট ৩১১টি কোম্পানির মধ্যে ৩১১টির শেয়ার মূল্যে বৃদ্ধি হয়েছে, ৩১টির শেয়ার মূল্যে পতন হয়েছে এবং ২৩টির শেয়ার মূল্যে কোনো পরিবর্তন হয়নি।

প্রথম ঘন্টায় ডিএসইতে লেনদেনের পরিমাণ ১৪০ কোটি টাকা ছাড়িয়েছে।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ঊর্ধ্বমুখী। সিএসইর প্রধান সূচক ১৮ পয়েন্ট বেড়েছে।

৭৭টি কোম্পানির মধ্যে ৪৪টির শেয়ার মূল্যে বৃদ্ধি, ২৫টির শেয়ার মূল্যে পতন এবং ৮টির শেয়ার মূল্যে কোনো পরিবর্তন হয়নি। প্রথম ঘন্টায় সিএসইতে লেনদেনের পরিমাণ ৫ কোটি টাকার বেশি হয়েছে।

সর্বশেষ খবর