নতুন অর্থবছরের শুরুতেই ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

প্রকাশ :
সংশোধিত :

২০২৫-২৬ অর্থবছরের প্রথম কার্যদিবসে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আজ বুধবার (২ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সব মূল্যসূচক বেড়েছে। ডিএসইতে লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় বেড়েছে।
বুধবার লেনদেনের শুরু থেকেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়তে থাকে এবং দিন শেষে এই ধারা বজায় থাকে। দিনশেষে ডিএসইতে ২৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ৬৯টির কমেছে এবং ৫১টির অপরিবর্তিত রয়েছে।
মূল্যসূচকের দিক থেকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৮১৭ পয়েন্ট।
ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৪৭৯ কোটি ৫২ লাখ টাকার, যা আগের কার্যদিবসে ছিল ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে প্রায় ১৫ কোটি টাকা।
লেনদেনের শীর্ষে ছিল বিচ হ্যাচারি, যার ২০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এরপর রয়েছে অগ্নি সিস্টেমস (১৬ কোটি ৩ লাখ টাকা) এবং লাভেলো আইসক্রিম (১৫ কোটি ১৩ লাখ টাকা)। লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে আরও রয়েছে— ব্র্যাক ব্যাংক, সি পার্ল বিচ রিসোর্ট, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মিডল্যান্ড ব্যাংক, ইসলামী ব্যাংক এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আগের তুলনায় উঁচুতে। এখানে লেনদেনে অংশ নেওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টির দাম বেড়েছে, ৪৪টির কমেছে এবং ২৬টির অপরিবর্তিত রয়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল ২৫ কোটি ৮০ লাখ টাকা।
 
 
              For all latest news, follow The Financial Express Google News channel.