ছুটির পর প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে মন্দা
প্রকাশ :
সংশোধিত :
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুর্গাপূজার চার দিনের ছুটির পর প্রথম কার্যদিবসে সোমবার লেনদেনে মন্দা দেখা গিয়েছে।
লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ডিএসই মিশ্র পারফরম্যান্স প্রদর্শন করেছে। বাজারের তথ্য অনুযায়ী, ১৬৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৪টি কোম্পানির শেয়ারের দাম এবং ৭৬টি কোম্পানির অপরিবর্তিত রয়েছে।
প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪১১ দশমিক ৭২-এ স্থির হয়। একইভাবে, ডিএসইএস শরিয়াহ সূচক ৩ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১ হাজার ২০২ দশমিক ১০, এবং ৩০টি বিশিষ্ট কোম্পানির একটি গ্রুপ ব্লু চিপ ডিএস-৩০ এর ৩ পয়েন্ট কমে ১ হাজার ৯৮১ দশুমিক ৯৬-এ দাঁড়িয়েছে।
এই পতন গত বুধবারের শেষ বেলার লেনদেনের বিপরীত। সেদিন শেষ সেশনে শেয়ারের দাম এবং সমস্ত সূচকগুলি বর্ধিত ছুটির বিরতির আগে বোর্ড জুড়ে লাভ দেখিয়েছিল।
সোমবারের শুরুর ট্রেডিং সেশনে ৩৮৬টি কোম্পানির শেয়ার এবং ইউনিট বিনিময় হয়েছে। প্রথম দুই ঘন্টায় মোট ১৬৭ কোটি টাকার লেনদেন হয়েছে।