উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী ‘গ্রকিপিডিয়া’ চালু করলেন ইলন মাস্ক

প্রকাশ :

সংশোধিত :

বিদ্যুৎচালিত গাড়ি, মহাকাশ গবেষণা সংস্থা, সামাজিক যোগাযোগমাধ্যম, মস্তিষ্কে চিপ বসানোর উদ্যোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপের পর এবার উইকিপিডিয়ার আদলে নতুন অনলাইন বিশ্বকোষ চালু করেছেন ইলন মাস্ক। এর নাম দিয়েছেন তিনি ‘গ্রকিপিডিয়া’।

মাস্ক জানিয়েছেন, এই নতুন বিশ্বকোষটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভরভাবে পরিচালিত হবে এবং এটি তাঁর ডানপন্থী দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে তথ্য উপস্থাপন করবে।

তবে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, গ্রকিপিডিয়ার অনেক নিবন্ধের তথ্য আসলে উইকিপিডিয়ার বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে।

মাস্ক গ্রকিপিডিয়াকে বর্ণনা করেছেন “সভ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ” একটি উদ্যোগ হিসেবে। তিনি নাকি গত এক মাস ধরে উইকিপিডিয়ার বিকল্প হিসেবে এটি চালুর পরিকল্পনা করছিলেন।

উইকিপিডিয়ার মতো এখানে মানব স্বেচ্ছাসেবী লেখক নেই; বরং সব তথ্য যাচাই-বাছাইয়ের কাজ করে মাস্কের এআই সংস্থা এক্সএআই-এর চ্যাটবট ‘গ্রক’।

মাস্কের দাবি, গ্রকিপিডিয়া তৈরির ধারণা তাঁর নিজস্ব নয়; এটি এসেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এআই ও ক্রিপ্টো উপদেষ্টা ডেভিড স্যাকসের কাছ থেকে।

গার্ডিয়ান আরও জানিয়েছে, মাস্ক প্রায়ই উইকিপিডিয়ার সমালোচনা করেন—বিশেষ করে যখন সেখানে নিউ ইয়র্ক টাইমস বা এনপিআর-এর মতো মূলধারার সংবাদমাধ্যমের তথ্য ব্যবহার করা হয়। তিনি নিয়মিত এসব সংবাদমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষকে তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর ওপর নির্ভর করতে উৎসাহ দেন। এই প্ল্যাটফর্মটি তিনি এমনভাবে পরিচালনা করছেন যাতে ডানপন্থী ও তার ব্যক্তিগত মতামতসমূহ বেশি প্রচার পায়। 

এদিকে, গ্রকিপিডিয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। কিছু সাংবাদিক জানিয়েছেন, প্ল্যাটফর্মটির এক নিবন্ধে দাবি করা হয়েছে পর্নোগ্রাফি নাকি এইডস মহামারিকে আরও তীব্র করেছিল, যা বাস্তবে ভিত্তিহীন ও ভুল তথ্য।

 

সর্বশেষ খবর