স্পটিফাই, অ্যাপল মিউজিক থেকে সরাসরি গান পোস্ট করার ফিচার আসছে টিকটকে

রিপোর্ট

প্রকাশ :

সংশোধিত :

স্ট্রিমিং পরিষেবা থেকে সরাসরি গান পোস্ট করার নতুন ফিচার যোগ হচ্ছে ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে।

‘শেয়ার টু টিকটক’ হল নতুন এ ফিচার যা অ্যাপল মিউজিক ও স্পটিফাই ব্যবহারকারীদের ভিডিও প্ল্যাটফর্মে সংগীত শেয়ার করার সুযোগ দেবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

নতুন টুলটি টিকটক ফিড, অর্থাৎ নিজের পেইজ বা স্টোরিতে বিভিন্ন অ্যালবাম প্লেলিস্ট বা অন্যান্য কনটেন্ট পোস্ট করতে দেয়। স্ট্রিম করার এই অডিও কনটেন্ট টিকটক ‘ডিএম’ বা ডিফল্ট মেসেজের মধ্যমেও শেয়ার করা যাবে।

এটি ব্যবহারকারীদের পছন্দের মিউজিক অ্যাপ ও টিকটকের মধ্যে কন্টেন্টের সঙ্গে আরও জড়িত থাকার সুযোগ দেয়। এর মাধ্যমে ব্যবহারকারী ও তাদের প্রিয় গান বা শিল্পীদের মধ্যে আরও মেলবন্ধন তৈরি করছে টিকটক।

অডিও খুঁজে বের করা ও শেয়ার করার জন্য টিকটক একটি জনপ্রিয় জায়গা হয়ে উঠলেও, কোম্পানি সম্প্রতি ঘোষণা করেছে তাদের ‘টিকটক মিউজিক প্ল্যাটফর্ম’ নভেম্বরের শেষ নাগাদ বন্ধ হয়ে যেতে পারে, অন্তত এনগ্যাজেট তেমন আভাসই দিচ্ছে।

এদিকে, ব্যবহারকারীদের মধ্যে আসক্তিমূলক আচরণকে উসকে দেওয়ার পাশাপাশি সম্ভাব্য নিরাপত্তা হুমকির জন্যও তদন্তের সম্মুখীন হয়েছে কোম্পানিটি। মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাপটিকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করেছে। এ ছাড়া, কানাডা সম্প্রতি টিকটককে তার অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে। 

সর্বশেষ খবর