স্পেসএক্স ছাড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিস্ময় বালক কাইরান কাজি

প্রকাশ :

সংশোধিত :

মাত্র ১৪ বছর বয়সে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সে প্রকৌশলী হিসেবে যোগ দিয়ে আলোচনায় এসেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কিশোর কাইরান কাজি। 

এবার মাত্র ১৬ বছর বয়সে স্বেচ্ছায় সেই চাকরি ছেড়ে নতুন করে আবারও শিরোনামে এসেছেন তিনি। জানা গেছে, কাইরান এবার যোগ দিচ্ছেন সিটাডেল সিকিউরিটিজ নামের একটি প্রতিষ্ঠানে কোয়ান্টাম ডেভেলপার হিসেবে।

উল্লেখ্য, কাইরান ১৪ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়টির ১৭০ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী স্নাতক হিসেবে রেকর্ড গড়েন তিনি। কাইরান বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রকৌশলীদের একজন হিসেবেও পরিচিত। স্পেসএক্সে কাজ করার সময় তিনি ‘স্টারলিংক’ প্রকল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং উন্নত স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে বৈশ্বিক ইন্টারনেট সংযোগ উন্নয়নে কাজ করেন।

কাইরানের মা জুলিয়া কাজী যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে কাজ করেন, আর বাবা মুস্তাহিদ কাজী একজন রসায়ন প্রকৌশলী। 

সর্বশেষ খবর