প্রাইভেসি লঙ্ঘনের অভিযোগে অ্যাপলকে জরিমানা করেছে ইতালি

প্রকাশ :

সংশোধিত :

অ্যাপ স্টোরের প্রাইভেসি লঙ্ঘনের অভিযোগে আইফোন নির্মাতা অ্যাপলকে ইতালির নিয়ন্ত্রক সংস্থা ১১ কোটি ৫৫ লাখ ডলার জরিমানা করেছে।

সোমবার ইতালির প্রতিযোগিতা বিষয়ক কর্তৃপক্ষ (এজিসিএম) জানিয়েছে, মোবাইল অ্যাপ বাজারে প্রভাবশালী অবস্থান দমন এবং একচেটিয়া আধিপত্য ব্যবহার করার অভিযোগে অ্যাপল ও কোম্পানির দুটি বিভাগের বিরুদ্ধে এই জরিমানা আরোপ করা হয়েছে।

এজিসিএম জানিয়েছে, অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা অ্যাপ স্টোরের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন লঙ্ঘন করেছে। কোম্পানিটি থার্ড-পার্টি অ্যাপ ডেভেলপারদের সঙ্গে ব্যবসায় একচেটিয়া প্রভাব ব্যবহার করেছে। রয়টার্সের মন্তব্যের অনুরোধে অ্যাপল কোনো প্রতিক্রিয়া দেয়নি।

২০২৩ সালের মে মাসে ইতালির নিয়ন্ত্রক সংস্থা এই প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে তদন্ত শুরু করে। অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের এপ্রিল থেকে অ্যাপল থার্ড-পার্টি ডেভেলপারদের ওপর ‘কঠোর প্রাইভেসি নীতি’ চাপিয়ে তাদের ক্ষতি করেছে।

এজিসিএম জানিয়েছে, অ্যাপল বিশেষ নিয়মের মাধ্যমে ডেভেলপারদের ব্যবহারকারীর কাছ থেকে আলাদাভাবে অনুমতি নেওয়ার জন্য বাধ্য করেছে, যা ‘অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি’ (এটিটি) পপ-আপের মাধ্যমে করা হতো। নিয়ন্ত্রক সংস্থা বলেছে, এটিটি নীতি একতরফাভাবে চাপানো হয়েছে এবং এটি ডেভেলপারদের স্বার্থ ও প্রাইভেসি রক্ষার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সংস্থাটি আরও জানিয়েছে, সাধারণত একবার অনুমতি নেওয়ার পর ডেটা ট্র্যাকিং চলতে থাকে, কিন্তু অ্যাপলের নিয়মে বারবার অনুমতি চাওয়া হতো। ফলে ব্যবহারকারীরা বিরক্ত হয়ে অনুমতি বাতিল করতেন, যা ডেভেলপারদের জন্য ক্ষতিকর।

এজিসিএম জানিয়েছে, এই তদন্ত প্রক্রিয়া অত্যন্ত জটিল ছিল এবং তারা ইউরোপীয় কমিশনসহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতা নিয়ন্ত্রকের সঙ্গে সমন্বয় করে কাজ করেছে। 

সর্বশেষ খবর