গুগল আনছে নতুন সুবিধা: ধাপে ধাপে জিমেইল ঠিকানা বদলের সুযোগ

প্রকাশ :
সংশোধিত :

অনেকেই কৈশোরে তৈরি করা জিমেইল ঠিকানা আজও ব্যবহার করছেন। যদিও নাম বা রুচি পরিবর্তন হয়েছে, ঠিকানাটি একই রয়েছে। এবার সেই ঝামেলা কমানোর জন্য গুগল নতুন একটি সুবিধা নিয়ে এসেছে।
গুগল ধীরে ধীরে কিছু ব্যবহারকারীর জন্য জিমেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ চালু করছে। সম্প্রতি গুগলের একটি সহায়তা পেজে বিষয়টি প্রকাশ করা হয়েছে। পেজটি প্রথমে হিন্দিতে প্রকাশিত হয়েছিল, পরে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে বিষয়টি জানা গেছে।
এই সুবিধা সম্পূর্ণ ঠিকানা পরিবর্তন নয়। মূলত এটি নতুন একটি জিমেইল ঠিকানা যোগ করার ব্যবস্থা। পুরোনো ঠিকানা অ্যালিয়াস হিসেবে থাকবে, অর্থাৎ সেই ঠিকানায় পাঠানো মেইলও ইনবক্সে পৌঁছাবে। নতুন ঠিকানাই হবে প্রধান ঠিকানা, তবে পুরোনো ঠিকানার মাধ্যমে লগইন করাও সম্ভব। সব ইমেইল, ছবি এবং ফাইল অক্ষত থাকবে, কোনো ডেটা হারানোর আশঙ্কা নেই।
তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এক বছরের মধ্যে একাধিকবার ঠিকানা পরিবর্তন করা যাবে না এবং একটি একাউন্টে সর্বোচ্চ তিনটি নতুন ঠিকানা তৈরি করা যাবে। এর বেশি নতুন ঠিকানা নেওয়া সম্ভব হবে না। প্রয়োজনে পুরোনো ঠিকানাতেও ফিরে যাওয়া যাবে, সেই ক্ষেত্রেও ডেটা অক্ষত থাকবে। গুগল জানিয়েছে, কিছু ক্ষেত্রে ক্রোমওএসে সেটিংস সমস্যার মুখোমুখি হতে পারে, তাই পরিবর্তনের আগে ব্যাকআপ নেওয়া উচিৎ।
বিশেষ করে যারা ছোটবেলায় জিমেইল একাউন্ট খুলেছিলেন, তাদের জন্য এটি বড় স্বস্তি। অনেকেই তখন পছন্দের কার্টুন বা গেমের নামে ঠিকানা নিয়েছিলেন, যা পরবর্তীতে পেশাগত জীবনে বিব্রতকর হয়ে ওঠে। নাম পরিবর্তন করা ব্যবহারকারীরাও সুবিধা পাবেন।
তবে এই সুবিধা এখনো সবার জন্য চালু হয়নি। ইংরেজি ভাষার সাপোর্ট পেজে বিষয়টি দেখা যাচ্ছে না। দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ফিচারটি ধাপে ধাপে সকল ব্যবহারকারীর কাছে পৌঁছাবে। গুগল এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। দীর্ঘদিনের ব্যবহারকারীরা এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন। ডিজিটাল পরিচয় পরিবর্তনের এই সুযোগ অনেকের জন্য সময়োপযোগী হলেও, কবে নাগাদ সকলের জন্য চালু হবে তা এখনো জানা যায়নি।


For all latest news, follow The Financial Express Google News channel.