ঘরে বসেই যাচাই করুন আপনার এনআইডিতে কয়টি ফোন নিবন্ধিত

প্রকাশ :
সংশোধিত :

নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর)। এর ফলে নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেটগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও বন্ধের প্রক্রিয়ার আওতায় আসবে।
এই কার্যক্রম চালুর ফলে গ্রাহকরা এখন ঘরে বসেই জানতে পারবেন তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে কতগুলো মোবাইল ফোন নিবন্ধন করা হয়েছে। একই সঙ্গে ব্যবহৃত ফোনটি বৈধ কি না, তাও যাচাই করা যাবে খুব সহজে।
এনআইডি দিয়ে নিবন্ধিত ফোনের সংখ্যা জানার উপায় আপনার এনআইডি বা জাতীয় পরিচয়পত্র দিয়ে মোট কয়টি মোবাইল সেট রেজিস্ট্রেশন করা হয়েছে, তা জানতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
- ১. প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- ২. হোম পেজের ডান পাশের ওপরের দিকে থাকা ‘রেজিস্ট্রেশন’ মেন্যুতে ক্লিক করলে একটি ফর্ম আসবে।
- ৩. ফর্মে বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- ৪. রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর লগইন করলেই বিস্তারিত তথ্য দেখা যাবে।
নাম লেখার ক্ষেত্রে কোনো স্পেস বা ফাঁকা জায়গা রাখা যাবে না। ইউজার আইডি (User ID) দেওয়ার সময় সব ছোট হাতের অক্ষর এবং সংখ্যা ব্যবহার করতে হবে।
আপনার এনআইডি নম্বর যদি ১০ সংখ্যার হয়, তবে ‘স্মার্ট আইডি’ অপশন নির্বাচন করতে হবে। আর যদি ১৩ অথবা ১৭ সংখ্যার হয়, তবে ‘এনআইডি’ অপশনে ক্লিক করতে হবে।
হ্যান্ডসেট বৈধ কি না যাচাই করার নিয়ম আপনার ব্যবহৃত হ্যান্ডসেটটি বিটিআরসিতে নিবন্ধিত বা বৈধ কি না, তা যাচাই করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন:
- ১. প্রথমেই আপনার ফোনের IMEI নম্বরটি জেনে নিন। এটি জানতে হ্যান্ডসেট থেকে ডায়াল করুন *#06#।
- ২. এরপর সংশ্লিষ্ট ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে বাম পাশে থাকা ‘Check Your phone’s Verification Status instantly’ অপশনে যান।
- ৩. সেখানে আপনার ফোনের IMEI নম্বরটি লিখে সার্চ বাটনে ক্লিক করুন।
- ৪. ফিরতি বার্তায় দেখা যাবে আপনার ফোনটি বৈধ কি না।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ হ্যান্ডসেট শনাক্ত করা সহজ হবে এবং গ্রাহকরা প্রতারণা থেকে রক্ষা পাবেন।


For all latest news, follow The Financial Express Google News channel.