ফোরজিতে ন্যূনতম গতি ১০ এমবিপিএস, টেলিকম সেবায় নতুন মানদণ্ড চালু

প্রকাশ :
সংশোধিত :

বাংলাদেশে টেলিযোগাযোগ সেবার মান উন্নয়নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালা প্রণয়ন করেছে। মোবাইল অপারেটর, এনটিটিএন এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) জন্য প্রণীত এই নতুন মানদণ্ড গত সপ্তাহে বিটিআরসির কমিশন সভায় অনুমোদিত হয়। আগামী সেপ্টেম্বর মাস থেকেই এই নীতিমালা বাস্তবায়ন শুরু হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ রোববার (৩১ আগস্ট) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, দেশে এ ধরনের মানদণ্ড নির্ধারণের চর্চা নতুন হলেও এটি আন্তর্জাতিকভাবে একটি প্রচলিত ও গুরুত্বপূর্ণ পদ্ধতি।
নতুন কিউওএস নীতিমালায় ফোরজি সেবার জন্য সর্বনিম্ন গতি নির্ধারণ করা হয়েছে ১০ এমবিপিএস, যা আগে ছিল অনির্ধারিত। একই সঙ্গে কলড্রপের হার কমিয়ে আনা হয়েছে এবং বিভিন্ন পরিষেবা সূচকে মান বাড়ানো হয়েছে। এই সূচকগুলোর ওপর ভিত্তি করে মোবাইল অপারেটরদের মাসিক ভিত্তিতে বাধ্যতামূলক পারফরম্যান্স রিপোর্ট জমা দিতে হবে।
ফয়েজ আহমদ জানান, পূর্বের কিউওএস মানদণ্ড সময়োপযোগী ছিল না এবং তাতে জবাবদিহিতা নিশ্চিত হয়নি। এবার তা যুগোপযোগীভাবে হালনাগাদ করা হয়েছে, যা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরো দায়িত্বশীল করবে।
তিনি আরও বলেন, অপারেটররা ফোরজি নেটওয়ার্কে প্রয়োজনীয় বিনিয়োগ না করায় সেবার মান উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নতুন লাইসেন্স নীতিতেও লাইসেন্স বাধ্যবাধকতার পাশাপাশি কিউওএস মানদণ্ড সংযুক্ত করা হয়েছে।

