আধুনিক জেনোম এডিটিং এ গবাদি প্রাণীর গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশ :
সংশোধিত :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ( বাকৃবি) -এর এনিমেল ব্রিডিং এন্ড জেনেটিক্স বিভাগ কর্তৃক জেনেটিক্স বিষযে আধুনিক ও সময়োপযোগী শিক্ষা ও গবেষণার লক্ষ্যে নবনির্মিত একটি বিশেষায়িত ও অত্যাধুনিক "ইন ভিট্রো কালচার ও জেনোম এডিটিং ল্যাব”-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ল্যাবটির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
এনিমেল ব্রিডিং এন্ড জেনেটিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুনির হোসেন-এর সভাপতিত্বে ও সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক মো. রুহুল আমিন, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন বিভাগীয় প্রধান ,শিক্ষকবৃন্দ, গবেষক, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ল্যাব প্রতিষ্ঠার উদ্যোক্তা প্রফেসর ড. মুনির হোসেন জানান, এর ফলে গবাদি প্রাণীর বংশগতি ও জেনেটিক্স গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। এখানে জৈব নিরাপত্তা নিশ্চিত করে কৃত্রিম পদ্ধতিতে উন্নত মানের গবাদি প্রাণীর ভ্রূণ উৎপাদন, ভ্রূণে জিনোম এডিটিংয়ের মাধ্যমে নির্দিষ্ট বৈশিষ্ট্যসম্পন্ন প্রাণী উদ্ভাবন এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং–সংক্রান্ত আধুনিক গবেষণা পরিচালনা করা সম্ভব হবে। এই ল্যাবে সর্বোচ্চ জৈব-নিরাপত্তা বজায় রেখে কৃত্রিম পদ্ধতিতে গবাদিপশুর ভ্রূণ উৎপাদন, ক্রণের বৃদ্ধি ও বিকাশ পর্যবেক্ষণ, এবং আধুনিক জেনোম এডিটিং প্রযুক্তি প্রযোগের মাধ্যমে নির্দিষ্ট ও কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন প্রাণি উৎপাদনের গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, পরিবেশের সঙ্গে অভিযোজন সক্ষমতা উন্নয়ন এবং ভবিষ্যৎ চাহিদাভিত্তিক প্রাণিসম্পদ উন্নয়নে কার্যকর ও টেকসই বৈজ্ঞানিক সমাধান উদ্ভাবনের সুযোগ সৃষ্টি হবে।
আধুনিক ইন ভিট্রো ভ্রূণ উৎপাদন, ভ্রূণ কালচার ও জেনোম এডিটিং সুবিধা সংবলিত, উচ্চমাত্রার জৈব-নিরাপত্তা নিশ্চিত করা এই ধরনের বিশেষায়িত ক্লিন ল্যাব বাংলাদেশে এই প্রথম, যা দেশের প্রাণিসম্পদ ও বায়োটেকনোলজি গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এছাড়াও, এই ল্যাবটি আন্তর্জাতিক মানসম্পন্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনোমিক অ্যানালাইসিস এবং আধুনিক বায়োটেকনোলজি গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিকশিত হবে। এখানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী, পিএইচডি গবেষক এবং নবীন বিজ্ঞানীরা জেনোমিক ডেটা বিশ্লেষণ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এনিমেল টিস্যু, ভ্রূণ ও সেল কালচার, সেল ও ভ্রূণ মেনিপুলেশনসহ বিভিন্ন অত্যাধুনিক কৌশলে হাতে-কলমে শিক্ষা ও গবেষণার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। এর ফলে দেশীয় প্রাণিসম্পদ উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ও সহযোগিতামূলক গবেষণায় সম্পৃক্ত হওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হবে। একই সঙ্গে কোভিড-১৯-এর মতো যেকোনো প্যান্ডেমিক পরিস্থিতিতে দেশের জরুরি প্রযোজনে এই ল্যাব তাৎক্ষণিক ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আধুনিক জৈবপ্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণাকে আরও কার্যকর, গতিশীল ও ফলপ্রসূ করার ক্ষেত্রে এই ল্যাবটি একটি গুরুত্বপূর্ণ গবেষণা অবকাঠামো হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে। এই ল্যাব থেকে অর্জিত গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তি ভবিষ্যতে দেশের প্রাণিসম্পদ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, “জিন, ডিএনএ ও ইনহেরিটেন্সভিত্তিক আধুনিক প্রযুক্তির ব্যবহারে এই ল্যাব প্রাণী, মৎস্য, ফসল ও শাকসবজিসহ বিভিন্ন ক্ষেত্রে অধিক উৎপাদনশীল জাত উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করেছে। এটি আমাদেরকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গবেষণায় এগিয়ে যেতে সহায়তা করবে।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সরেজমিনে ল্যাবটি পরিদর্শন করেন এবং এর আধুনিক অবকাঠামো, উন্নত যন্ত্রপাতি ও গবেষণা সুবিধাসমূহ সম্পর্কে অবহিত হন। পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন যে, বিশ্বমানের এই অত্যাধুনিক ল্যাবটি বাংলাদেশে প্রাণিসম্পদ ও জৈবপ্রযুক্তিভিত্তিক শিক্ষা ও গবেষণাকে একটি নতুন উচ্চতায় উন্নীত করবে।
উল্লেখ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা এবং কেজিএফ, বিএএস-ইউএসডিএ ও এটিএফ-হিট প্রকল্পের আর্থিক সহায়তায় আন্তর্জাতিক মান ও জৈব-নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করে এই ল্যাবের অবকাঠামো, যন্ত্রপাতি ও গবেষণা সুবিধাসমূহ গড়ে তোলা হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.