১৪ জানুয়ারি থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে হোস্টিং ডটকম

প্রকাশ :
সংশোধিত :

বিশ্বখ্যাত হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘হোস্টিং ডটকম’ (Hosting.com) বাংলাদেশে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ জানুয়ারি রাজধানীর হোটেল শেরাটনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে হোস্টিং ডটকমের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ এবং ইন্ডাস্ট্রি প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
গত বৃহস্পতিবার (০১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হোস্টিং ডটকমের এই কার্যক্রম বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। স্থানীয় দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয়ে আন্তর্জাতিক মানের হোস্টিং সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। বিশেষ করে ওপেন সোর্স প্রযুক্তি এবং ওয়ার্ডপ্রেস ভিত্তিক সমাধানের মাধ্যমে ডেভেলপার, ডিজিটাল উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য নিরাপদ, স্কেলেবল এবং নির্ভরযোগ্য হোস্টিং সুবিধা প্রদান করবে তারা।
এই আয়োজনে আগ্রহী অংশগ্রহণকারীরা নির্ধারিত রেজিস্ট্রেশন ফর্মের (https://hosting.com/bangladesh-launch-event/) মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবেন।
আয়োজনে থাকছে কী-নোট স্পিচ, প্যানেল ডিসকাশন, প্রশ্নোত্তর পর্ব এবং নেটওয়ার্কিং সেশন। আলোচনায় গুরুত্ব পাবে কীভাবে ওপেন সোর্স ও ওয়ার্ডপ্রেস বিশ্বজুড়ে ডিজিটাল উদ্ভাবনকে এগিয়ে নিচ্ছে, বাংলাদেশে হোস্টিং ডটকমের কার্যক্রম গ্রাহক, ডেভেলপার ও ব্যবসার জন্য কী ধরনের সুযোগ তৈরি করবে এবং নিরাপদ ও স্কেলেবল হোস্টিং কীভাবে দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে। একই সঙ্গে এজেন্সি, এন্টারপ্রাইজ এবং দ্রুত বিকাশমান ডিজিটাল ব্যবসাগুলোর ভবিষ্যৎ সম্ভাবনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
হোস্টিং ডটকমের বাংলাদেশের অপারেশন ম্যানেজার ইমরান হোসেন বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক হোস্টিং প্রতিষ্ঠান সরাসরি তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে, যা আমাদের প্রযুক্তি খাতের জন্য একটি মাইলফলক। এর ফলে দেশের গ্রাহকরা সরাসরি স্থানীয় মুদ্রায় আন্তর্জাতিক মানের সেবা পাবেন। হোস্টিং সেবার মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার পাশাপাশি আমরা এই খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও জানান, হোস্টিং ডটকমের এই উপস্থিতি বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং প্রযুক্তি পেশাজীবীদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
এ বিষয়ে হোস্টিং ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেব দে লেমোস বলেন, গত ২০ বছরের হোস্টিং অভিজ্ঞতায় আমরা দেখেছি ওয়ার্ডপ্রেস ও লারাভেলের মতো ওপেন সোর্স টুলসমৃদ্ধ ইকোসিস্টেম কীভাবে হাজারো ডিজিটাল উদ্যোক্তাকে সক্ষম করে তুলেছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশেও এর ইতিবাচক প্রভাব স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকায় এই উদ্বোধন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং বাংলাদেশের বাজারে নির্ভরযোগ্য ও উচ্চগতির হোস্টিং সেবা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ওপেন সোর্স প্রযুক্তি দেশে উদ্ভাবনকে ত্বরান্বিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদে টেকসই ডিজিটাল উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


For all latest news, follow The Financial Express Google News channel.