১ ট্রিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর শিল্পে এখনো প্রস্তুত নয় বাংলাদেশ

প্রকাশ :

সংশোধিত :

প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতির এই সময়ে সেমিকন্ডাক্টর খাত বিশ্বব্যাপী এক সম্ভাবনাময় অর্থনৈতিক খাতে পরিণত হয়েছে। ২০৩৩ সালের মধ্যে এই শিল্প থেকে ১ ট্রিলিয়ন ডলার রাজস্ব অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু পরিকল্পনার অভাব এবং বিনিয়োগের সংকটে বাংলাদেশ এখনো এ খাতে অংশগ্রহণের উপযোগী অবস্থানে পৌঁছাতে পারেনি।

বর্তমান সরকারসহ অতীতের বিভিন্ন সরকার এ খাত উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও, তা বাস্তব রূপ পায়নি। যখন এশিয়ার বিভিন্ন দেশে সেমিকন্ডাক্টর শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে, তখন বাংলাদেশ এখনো বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে।

২০২৩-২৪ অর্থবছরে সেমিকন্ডাক্টর খাত থেকে দেশের আয় ছিল মাত্র ৮ মিলিয়ন ডলার, যা মূলত কিছু ফ্রিল্যান্সার ও ব্যক্তিখাতের আইটি প্রতিষ্ঠানের প্রচেষ্টার ফল।

এদিকে, এশিয়ার অনেক দেশ সেমিকন্ডাক্টর শিল্পে দ্রুত এগিয়ে যাওয়ার পেছনে সরকারি প্রণোদনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এসব দেশে বিনিয়োগকারীদের কর ছাড়, জমি সুবিধা ও নগদ ভর্তুকি দেওয়া হয়েছে।

বুয়েটের ন্যানোম্যাটেরিয়ালস ও সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ.এস.এম.এ. হাসিব বলেন, “তাইওয়ান, চীন, ভারত ও ভিয়েতনামের মতো দেশগুলো এই খাতে সরকারিভাবে বড় ধরনের সহায়তা পেয়েছে। বাংলাদেশকে যদি সফল হতে হয়, তবে দীর্ঘমেয়াদে ধারাবাহিক ভর্তুকি ও শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করতে হবে।”

সর্বশেষ খবর