উপদেষ্টা আসিফের এপিএস-কে জিজ্ঞাসাবাদ করছে দুদক

প্রকাশ :

সংশোধিত :

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে তদবির বাণিজ্য ও অবৈধ উপার্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুদক।

বৃহস্পতিবার (২২ মে) দুদকের একটি টিম তাকে সেগুনবাগিচা কার্যালয়ে হাজির হয়ে জিজ্ঞাসাবাদ করেন। মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করে টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং তদবির বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

এছাড়া, একই অভিযোগে বুধবার দুদক আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে, যাদের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক কর্মকর্তা তুহিন ফারাবী, ডাক্তার মাহমুদুল হাসান ও এনসপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরও রয়েছেন। 

সর্বশেষ খবর