ট্রাইব্যুনালে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

প্রকাশ :
সংশোধিত :

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে আজ (সোমবার)।
এজন্য সোমবার (৪ আগস্ট) সকালে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সকাল ৯ টায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আসামিদের বিরুদ্ধে আজ দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। মামলায় দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।
এই মামলায় অন্য দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে চৌধুরী মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।

