সংসদে এক-তৃতীয়াংশ নারী আসনে সরাসরি ভোটের দাবি মহিলা পরিষদের

প্রকাশ :
সংশোধিত :

সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা এক-তৃতীয়াংশে উন্নীত করা এবং এসব আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বুধবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, জাতীয় সংসদে নারীর অর্থবহ ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত না হলে রাজনৈতিক সমতা ও নারীর ক্ষমতায়ন বাস্তবায়ন অসম্ভব।
বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে নারী আসন নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তাতে এখনও কোনো রাজনৈতিক দল একমত হতে না পারায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। পাশাপাশি এই আলোচনায় নারী সংগঠন ও রাজনৈতিক দলের নারী প্রতিনিধিদের অংশগ্রহণ না থাকাকে দুঃখজনক বলে উল্লেখ করেন তারা।
বিবৃতিতে আরও বলা হয়, অতীতে মনোনয়নভিত্তিক সংরক্ষিত নারী আসনে যারা নির্বাচিত হয়েছেন, তারা অনেক সময়ই ভোটারদের প্রত্যক্ষ ম্যান্ডেট না থাকায় যথাযথ মর্যাদা পাননি। অনেক ক্ষেত্রে তাদের দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে, যার ফলে নারী নেতৃত্ব বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।
মহিলা পরিষদ মনে করে, স্থানীয় সরকার ব্যবস্থায় সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট দীর্ঘদিন ধরে কার্যকর রয়েছে এবং তা ইতিবাচক প্রভাব ফেলেছে। একই ধারা সংসদে চালু করা হলে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন আরও দৃঢ় হবে।
তাদের দাবিগুলো হচ্ছে— জাতীয় সংসদের সাধারণ আসনে নারী-পুরুষ উভয়েই নির্বাচন করতে পারা, সংসদে সংরক্ষিত নারী আসন থাকা, সংরক্ষিত নারী আসনের সংখ্যা ন্যূনতম এক-তৃতীয়াংশে উন্নীত করা, মনোনয়ন প্রথা বাতিল করা, নির্দিষ্ট নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন করা এবং এই ব্যবস্থা ২/৩ মেয়াদের জন্য প্রযোজ্য রাখা।

