সন্ধ্যা থেকে প্রচারণা শুরু করতে পারবেন রাকসু প্রার্থীরা

প্রকাশ :

সংশোধিত :

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা আজ প্রকাশ হবে। তালিকা প্রকাশের পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন।

এবারের নির্বাচনে এখন পর্যন্ত ১৪ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন—রাকসুতে ১১ জন এবং সিনেটে ৩ জন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ জন, জিএস পদে ১৪ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী। ইতিমধ্যে ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছে কেবল ছাত্রদল ও ছাত্রশিবির। অন্য সংগঠনগুলো আংশিক বা স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছে।

ভোটগ্রহণ হবে আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনগুলোয়। সেদিনই ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর