সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ :

সংশোধিত :

ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামানসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের অভিযোগ, ‘রিলায়েবল ট্রেডিং’ নামে কাগুজে একটি প্রতিষ্ঠানের নামে জাল নথিপত্র ব্যবহার করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চট্টগ্রাম পোর্ট শাখা থেকে ১৫ কোটি টাকার ঋণ অনুমোদন করিয়ে আত্মসাৎ করা হয়।

সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা ও পরিচালকদের যোগসাজশে এই অর্থ আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়ামের হিসাবে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং আইনে মামলাটি করা হয়েছে।

এর আগে জুলাই ও এপ্রিল মাসে আরও দুটি ঋণ কেলেঙ্কারির ঘটনায় সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক মামলা করে।

সর্বশেষ খবর