সাবেক এমপি মমতাজ বেগমকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ


মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) আদালতে শুনানি শেষে তাকে প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে। সেই সঙ্গে তার ফাঁসি চেয়ে স্লোগানও দেয়া হয়।
এদিন সকালে, কাশিমপুর কারাগার থেকে তাকে পুলিশ প্রিজনভ্যানে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে, সিংগাইর থানার হত্যা মামলায় মমতাজের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়, তবে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর হরিরামপুর থানার মারামারির মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওসি আবুল খায়ের জানান, ২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হয়। এই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। এছাড়া, হরিরামপুর থানায় হামলা ও মারধরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় কিছু মানুষ মমতাজ বেগমকে ডিম নিক্ষেপ করেছেন। ঘটনাস্থলে থাকা ওসিরও ডিম লেগেছে।

