রাজধানীর রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে

প্রকাশ :
সংশোধিত :

রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা আগামী ৮ মে ঠিক করেছে হাইকোর্ট।
বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন।
এর আগে, ১৮ ফেব্রুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। ওইদিন মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের বিষয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি সম্পন্ন হয়।
সেদিন আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, সরওয়ার আহমেদ ও মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন এ মামলার রায়ে নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান, বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং আরও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

