প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

প্রকাশ :
সংশোধিত :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতারা।
শনিবার (২৪ মে) রাত ৯টার কিছু পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। এর আগে রাত ৮টার পর এনসিপির প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। এর আগে জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন।
এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
বৈঠক শেষে এনসিপি নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানানো হয়েছে।
এরই মধ্যে শনিবার দিনজুড়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক ঘিরে যমুনা ভবনে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল (রোববার) আরও আটটি রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

