কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণ মামলার আসামি ফজরসহ গ্রেপ্তার ৫

প্রকাশ :
সংশোধিত :

কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণ মামলার মূল অভিযুক্ত ফজর আলীকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে শনিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান।
তিনি জানান, গ্রেপ্তার ফজর আলী আহত অবস্থায় রয়েছেন। তাকে চিকিৎসা দিয়ে আদালতে তোলা হবে।
এছাড়া নির্যাতনের ভিডিও ধারণ ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আরও চারজন—অনিক, সুমন, রমজান ও বাবুকে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হবে।
পাঁচজনই মুরাদনগরের পাঁচকিত্তা এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ সুপার।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে এক প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার হন। ঘটনার সময় কিছু ব্যক্তি অভিযুক্ত ফজর আলীকে ধরে মারধর করে এবং ওই নারীর বিবস্ত্র অবস্থার ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়, যা দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
মামলায় বলা হয়েছে, সপ্তাহ দুয়েক আগে ওই নারী বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাত ১১টার পর ওই নারীর বাবা-মা বাড়ির বাইরে যান। তখন ফজর আলী বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা এসে ফজর আলীকে ধরে মারধর করে এবং কেউ কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।
ওই নারী বলেন, টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পরিচয় ঘটে। এ সূত্র ধরেই ফজর আলী বাড়িতে প্রবেশ করে।

