জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না: নাহিদ ইসলাম

প্রকাশ :
সংশোধিত :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে কোনো ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না। ঐকমত্যের ভিত্তিতেই সনদের বিষয়গুলো থাকবে, আর বাকিটা জনগণ ঠিক করবে।
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে চান বলেও জানান তিনি।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ ও আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
আগামী নির্বাচনে গণ-অভ্যুত্থানের অংশীদার যারা, তাদের সবার পার্লামেন্টে থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সেই পার্লামেন্টে সংস্কার পরিষদ হবে। নতুন সংবিধানের জন্য কাজ করা হবে। যারা শিক্ষক আছেন, অবশ্যই তাদের সেখানে অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব।


For all latest news, follow The Financial Express Google News channel.