জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশ :

সংশোধিত :

বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে দলের স্থায়ী কমিটি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সাম্প্রতিক বৈঠকগুলোর সিদ্ধান্তও তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন স্থায়ী কমিটির একজন সিনিয়র সদস্য।

সর্বশেষ খবর