ইজতেমা মাঠে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি
ফাইল ছবি
রিপোর্ট

প্রকাশ :

সংশোধিত :

বিশ্ব ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে ঘটে যাওয়া হতাহতের ঘটনায় দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্টভাবে বলেন, খুনিদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। 

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাওলানা সাদ ও মাওলানা জুবায়ের অনুসারীদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। 

এর আগে বেলা ১১টায় মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের সঙ্গে প্রথম দফায় আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে মাওলানা জুবায়েরের অনুসারীদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "দোষী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। আমরা কাউকে ছাড় দেব না। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।" 

বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, "তাদের নিজেদের মধ্যে আলোচনা চলছে। সবাই একসঙ্গে একমত হতে চায়। যদি তারা আলোচনা করে কোনো সমাধানে পৌঁছাতে পারে, তাহলে আমরা সেই আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেব।" 

এছাড়া, সংঘর্ষে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ খবর