গাজীপুরে দুই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশ :
সংশোধিত :

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত দুটি পোশাক কারখানা—এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার—অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টার আগেই কারখানাগুলোর মূল ফটকে বন্ধের ঘোষণা সংবলিত নোটিশ টানিয়ে দেওয়া হয়। পরে শ্রমিকরা কাজে আসলে তারা এ নোটিশ দেখতে পান।
নোটিশে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টায় কারখানা চালু হওয়ার পর গার্মেন্টস, স্ক্রিন প্রিন্টিং ও এমব্রয়ডারি ডিভিশনের শ্রমিকরা কাজ না করে বিশৃঙ্খলা শুরু করেন। কর্তৃপক্ষ বারবার অনুরোধ করলেও তারা যৌক্তিক কারণ ছাড়া কাজ থেকে বিরত থাকেন এবং কারখানার ভেতরে ভীতি ও অস্থিরতা তৈরি করেন। একপর্যায়ে গোলযোগ ও ক্ষয়ক্ষতির মাধ্যমে তারা কারখানা ত্যাগ করেন।
এই পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী ২০১৩ ও ২০১৮) এর ১৩(১) ধারা অনুযায়ী গার্মেন্টস ডিভিশনের সব শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে কবে থেকে কাজ চালু হবে, তা পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

