ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই বলেছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

প্রকাশ :
সংশোধিত :

রাজনৈতিক পরিস্থিতিতে তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই আবার তুলে ধরেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার রাত সোয়া ১০টার দিকে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন প্রেস সচিব।
এর আগে দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে টানা পৃথক বৈঠক হয়।
বৈঠকে বিদ্যমান পরিস্থিতি, নির্বাচন ও সংস্কার ছাড়াও নিজ নিজ দলের অবস্থান ও দাবির বিষয়ে তুলে ধরার কথা বলেছেন দলগুলোর নেতারা।


For all latest news, follow The Financial Express Google News channel.