যশোরে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

প্রকাশ :

সংশোধিত :

বুধবার (৭ জানুয়ারি) যশোরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) 'স্টিং অপারেশনে' এক প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অপারেশনের সময় ১ লাখ ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে হাতেনাতে আটক করা হয়।

দুদক সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৩ আগস্ট যশোরের ঝিকরগাছা উপজেলার কৌরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিনা আক্তার মারা যাওয়ার পর থেকে আশরাফুল আলমের হয়রানি শুরু হয়।

শিরিনা আক্তারের মৃত্যুর পর তার স্বামী স্কুলশিক্ষক নুরুন নবী স্ত্রীর আজীবন পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য হন। তিনি ২০২৫ সালের ৩০ অক্টোবর পেনশনের জন্য আবেদন করেন।

নুরুন নবীর অভিযোগ, আবেদন করার পর থেকেই আশরাফুল তাকে বারবার হয়রানি করতে থাকেন এবং পেনশনের ফাইলে সই করতে অস্বীকৃতি জানান।

নুরুন নবী আরও জানান, ফাইলটি ছাড় করার জন্য ওই শিক্ষা কর্মকর্তা ১ লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

এরপর তিনি দুদক জেলা কার্যালয়ে অভিযোগ দায়ের করেন এবং দুদক তাকে ধরার জন্য ফাঁদ পাতে। অভিযোগকারীর উপস্থিতিতে অভিযানের নেতৃত্ব দেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।

যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল-আমিন বলেন, "নুরুন নবীর অভিযোগ পাওয়ার পর আমাদের সদস্যরা ঘুষের টাকাসহ ওই শিক্ষা কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।"

তিনি আরও জানান, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শেষে গ্রেপ্তারকৃত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তদন্ত শেষে এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি।

সর্বশেষ খবর