ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বহালের আন্দোলন শনিবার পর্যন্ত স্থগিত

প্রকাশ :

সংশোধিত :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ সংসদীয় আসনে ফিরিয়ে নেওয়ার দাবিতে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ। 

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে শনিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। দাবি পূরণ না হলে রোববার থেকে নতুন করে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছে পরিষদ।

সর্বদলীয় ঐক্য পরিষদের পক্ষে আলগী ইউনিয়নের বাসিন্দা মো. পলাশ মিয়া জানান, দুপুর ১টা ৩০ মিনিটে ভাঙ্গা ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণে এক সমাবেশে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেছ আলী ইছা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। এ সময় বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ঘোষণার পর যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

সর্বশেষ খবর