তিন বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টি সম্ভাবনা

প্রকাশ :

সংশোধিত :

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সোমবার (০৩ নভেম্বর) সকাল ৯টা থেকে চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের এক-দুই জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সকালের আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, “চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের এক-দুই জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।”

দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশে আংশিক মেঘ থাকতে পারে। রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে।

গত রোববার (০২ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার ও সীতাকুন্ডে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সর্বনিম্ন তাপমাত্রা আজ রাজশাহীতে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস দেখা গেছে।

সর্বশেষ খবর