টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশ :

সংশোধিত :

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুলাল পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকার একটি ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ আসামিকে আটক করে।

রোববার (২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি জায়েদ নূর। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নেছার বিন ফয়সাল (৪২)। তিনি চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার পশ্চিম নিমতলা এলাকার হাশেম মেম্বারের বাড়ির বাসিন্দা।

টেকনাফ মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি জায়েদ নূর জানান, মাদকবিরোধী এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পুলিশের লক্ষ্য মাদকমুক্ত সমাজ গঠন করা।

tahjibulanam18@gmail.com

সর্বশেষ খবর