রংপুরে কমিউটার ট্রেন লাইনচ্যুত, তিন জেলায় রেল যোগাযোগ বন্ধ

প্রকাশ :

সংশোধিত :

রংপুরের পীরগাছা উপজেলায় ‘পদ্মরাগ কমিউটার’ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে রংপুর অঞ্চলের তিন জেলার আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  দুপুর ১২টা ৪০ মিনিটে পীরগাছা রেলস্টেশনের আউট সিগনালের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার জেনারুল ইসলাম। দুর্ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানি না হলেও যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করতে লালমনিরহাট থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে।

জেনারুল ইসলাম জানান, ওই সময় ঢাকাগামী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ক্রসিংয়ের জন্য ‘পদ্মরাগ কমিউটার’ ট্রেনটি ২ নম্বর লাইনে দাঁড়িয়ে ছিল। ক্রসিং শেষে ট্রেনটি লালমনিরহাটের দিকে যাত্রা শুরুর সময় লাইনের পয়েন্ট ভেঙে যায়, এতে ছয়টি বগি লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শী বিকাশ মজুমদার বলেন, ট্রেনটি ছাড়ার ৩০০ গজের মধ্যেই লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই সেখানে প্রচুর লোক ভিড় করেন, এ সময় যাত্রীদের মালামাল হারানোর অভিযোগও পাওয়া গেছে। ট্রেনটিতে প্রায় দুই হাজার যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এক যাত্রী কাকোলি রানী সরকার জানান, তিনি বাথরুমে যাওয়ার সময় পাশের সিটে ব্যাগ রেখে যান। ফিরে এসে দেখেন ব্যাগ ও পাশের যাত্রী দুজনেই নেই।

দুর্ঘটনার কারণে রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, দোলনচাঁপা, করতোয়া, রামসাগরসহ মোট ৯টি আন্তঃনগর ও মেইল ট্রেনের চলাচল বন্ধ হয়ে গেছে।

স্টেশন মাস্টার আরও জানান, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। ফলে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার যাত্রীরা এবং নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আংশিক যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারবেন না।

সর্বশেষ খবর