নাশকতার অভিযোগে ভূঞাপুর পৌর আ. লীগ সভাপতি গ্রেফতার

রিপোর্ট

প্রকাশ :

সংশোধিত :

ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি বাছেদ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল সদর থানায় তাকে সোপর্দ করা হয়।

এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের বীরহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে টাঙ্গাইল সদর থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়। সকালে ভুঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি বাছেদ মণ্ডলকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর