মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তরুণ নিহত

প্রকাশ :

সংশোধিত :

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক তরুণ নিহত হয়েছেন।

গতকাল রোববার (০২ নভেম্বর) রাতে মুন্সীকান্দিতে নিহত তরুণ তুহিন দেওয়ান (২২) মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও বিএনপি নেতা আতিক মল্লিকের অনুসারী ছিলেন। তিনি দক্ষিণ বেহেরকান্দি গ্রামের সেলিম দেওয়ানের পুত্র।

স্থানীয় সূত্রে পুলিশ জানিয়েছে, পূর্ববিরোধের জের ধরে মুন্সীকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলি সংঘটিত হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, সংঘর্ষের পর নিহতের পরিবারের আশেপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতের পরিবারের দাবি, প্রতিপক্ষ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি নেতা ওজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী লিটন বেপারী তুহিনকে লক্ষ্য করে হাতবোমা ছোড়ে এবং গুলি চালায়। এতে তুহিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, রাজনৈতিক আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। হত্যাকাণ্ডের পর ওয়াহিদ মোল্লা ও আতিক মল্লিকের অনুসারীরা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন। উত্তেজনা বৃদ্ধির কারণে পুলিশের অতিরিক্ত মোতায়েন করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রান্ত সর্দার জানান, নিহতের পিঠ ও ঘাড়ে একাধিক গুলি করা হয়েছিল এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর