লক্ষীপুরে আগুনে পুড়ল ১৫ দোকান

প্রকাশ :
সংশোধিত :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।
রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুদার জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।


For all latest news, follow The Financial Express Google News channel.