কুড়িগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক তিন বাংলাদেশিকে হস্তান্তর

প্রকাশ :
সংশোধিত :

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক একই পরিবারের বাংলাদেশি তিন নারী-পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ৭ নভেম্বর সকালে বিজিবি অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে ওই তিন নারী ও পুরুষকে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় হস্তান্তর করে বলে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মেহেদী হাসান জানিয়েছেন।
তিনি বলেন, দীর্ঘদিন আগে তারা কাজের সন্ধানে ভারতের দিল্লিতে যান। সেখান থেকে সীমান্তের দালালদের মাধ্যমে চোরাই পথে ফেরত আসার সময় বৃহস্পতিবার গভীর রাতে বিএসএফের হাতে আটক হন।
পরে বালাতাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩২ এর ২ এসের পাশ দিয়ে ভারতীয় বিএসএফ তাদেরকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে।
ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার বলেন, শুক্রবার সকালে বিজিবি মামলা দায়ের করে তিনজনকে থানায় সোপর্দ করেছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


For all latest news, follow The Financial Express Google News channel.