গাজীপুরের চন্দনা এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৭টি দোকান

প্রকাশ :
সংশোধিত :

রোববার গাজীপুর সিটির চন্দনা এলাকায় একটি টি-শার্ট তৈরির বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, আগুন একটি টিনশেড দোকান থেকে সূত্রপাত হয় এবং দ্রুত আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে, ফলে প্রচুর মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে বলে তিনি জানান।

