ফরিদপুরে বিজয় দিবসে গণকবরে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে গ্রেপ্তার এক

রিপোর্ট

প্রকাশ :

সংশোধিত :

ফরিদপুরের বোয়ালমারীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদদের গণকবরে শ্রদ্ধা জানাতে যাওয়ায় মুরসালিন মোল্যা (২২) নামে এক আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিববর রহমান। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মুরসালিন বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের দাউদ মোল্যার ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর কোতয়ালী থানায় পাঠানো হয়েছে। 

কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনার মামলায় মুরসালিনকে আদালতে পাঠানো হয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, মুরসালিন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ঘোরাফেরা করলেও তার কোনো পদ ছিল না।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিজয় দিবসে ১০-১২জন যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের সাথে ঝটিকা মিছিল শেষে পৌরসদরের মুক্তিযুদ্ধে শহীদদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি জানাতে যায়।

সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে থানা পুলিশ তাকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

​এ ব্যাপারে ফরিদপুরের বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিববর রহমান জানান, মঙ্গলবার তাকে ফরিদপুর কোতয়ালী থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে নির্দিষ্ট কোন মামলায় আদালতে পাঠানো হবে। 

মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোতয়ালী থানায় দায়ের হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর