দৌলতপুরে প্রতিবন্ধী মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

প্রকাশ :
সংশোধিত :

কুষ্টিয়ার দৌলতপুরে আড়াই বছর বয়সী প্রতিবন্ধী শিশু কন্যাকে গলায় রশি দিয়ে হত্যার পর রেশমা খাতুন (২৫) নামে এক মা আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেশমার স্বামী সৌদি প্রবাসী রহিদুল ইসলাম। পারিবারিক অশান্তি ও আর্থিক অস্বচ্ছলতার কারণে রেশমা বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এ কাজ করেন।
প্রতিবেশীরা জানান, রেশমার সাড়া না পেয়ে ঘরের জানালা দিয়ে তারা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলয়মান শেখ জানান, মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.