বগুড়ায় যাত্রী সেজে ছিনতাই, রেঞ্চের আঘাতে রক্তাক্ত অটোরিক্সা চালক

প্রকাশ :
সংশোধিত :

ChatGPT said:
বগুড়ার শেরপুরে অটোরিকশা ছিনতাইয়ের এক রোমহর্ষক ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে খানপুর ইউনিয়নের শেরপুর-ধুনট আঞ্চলিক মহাসড়কের শুভগাছা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। যাত্রীবেশে থাকা এক দুর্বৃত্ত চালকের মাথায় রেঞ্চ দিয়ে আঘাত করে গুরুতর জখম করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। আহত চালকের নাম মেহেদী হাসান (২০)। তিনি ওই উপজেলার দশশিকা পাড়া গ্রামের বাসিন্দা। সে একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
প্রতিদিনের মতো সেদিন সকাল ১০টায় অটোরিকশা নিয়ে জীবিকার খোঁজে বের হয়েছিলেন মেহেদী। সন্ধ্যা নামার আগে ভাড়া মিটিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই শেরপুর রেজিস্ট্রি অফিস সংলগ্ন চাউলহাটি থেকে এক অচেনা যাত্রী খানপুরের গুবলী যাবার কথা বলে তার অটোরিকশায় ওঠেন।
সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু সন্ধ্যা ৭টার দিকে শুভগাছা গ্রামের কুব্বাত আলীর ইটভাটার সামনে অটোরিকশা থামিয়ে প্রস্রাব করার জন্য নামতেই ঘটে অঘটন। অজ্ঞাত যাত্রী আচমকা পেছন থেকে লোহার রেঞ্চ দিয়ে মেহেদীর মাথায় আঘাত করে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এর পরও দুর্বৃত্ত থেমে থাকেনি—আরেক দফা আঘাতে রক্তাক্ত হয়ে পড়েন মেহেদী। সুযোগ বুঝে দুর্বৃত্ত তার অটোরিকশাটি নিয়ে দ্রুত শুভগাছার দিকে পালিয়ে যায়।
মেহেদীর চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসে। তারা দ্রুত তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী রজু মিয়া (২৮) ও নজরুল ইসলাম (৫০) জানান, আহত অবস্থায় তারা মেহেদীকে দেখতে পান এবং পুরো ঘটনার ব্যাপারে অবগত হন।
ছিনতাই হওয়া অটোরিকশাটি তিন চাকার চায়না ব্র্যান্ডের, যাতে ৪টি যুবরাজ ইজিবাইক ব্যাটারি ছিল। বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়ে দিয়েছেন ভুক্তভোগী চালক।
এ বিষয়ে আহত মেহেদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ছিনতাইকারীকে শনাক্ত ও আটক করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।”
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজিব শাহরিনের নেতৃত্বে কিশোর গ্যাং, ছিনতাই ও অন্যান্য সন্ধ্যাকালীন অপরাধ প্রতিরোধে শেরপুর-ধুনট আঞ্চলিক মহাসড়কে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।

