চলতি মাসে পুনরায় চালু হবে জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম: ইসি

প্রকাশ :

সংশোধিত :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চলতি মাসেই পুনরায় শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোটার তালিকা ও প্রার্থীর তথ্য যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ চলছে এবং ১৮ জানুয়ারির মধ্যে এটি শেষ হবে। এরপরই এনআইডি সংশোধন কার্যক্রম চালু করা হবে।

এর আগে, ২৪ নভেম্বর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম জানিয়েছিলেন, ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় এনআইডি সংশোধন কার্যক্রম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত স্থগিত রাখা হবে।

সর্বশেষ খবর