সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে শুনানি শুরু

প্রকাশ :
সংশোধিত :

বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে জারি করা রুলের চূড়ান্ত শুনানি হাইকোর্টে শুরু হয়েছে।
আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।
রিটকারীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির আদালতে বলেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এখনো বহাল থাকায় বিচারকদের ভয়ভীতি প্রদর্শন করে কাজ করানো হয়। কারও নির্দেশনা অমান্য করলে তাঁদের দূরবর্তী জায়গায়, যেমন বান্দরবানে বদলি করে দেওয়া হয়।
বিচার বিভাগের ওপর রাষ্ট্রপতির নিয়ন্ত্রণ সংক্রান্ত এই অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্ট বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, যিনি গত ২০ এপ্রিল এই নতুন বেঞ্চ নির্ধারণ করেন।
এর আগে, এ মামলার শুনানি বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চে হওয়ার কথা ছিল। কিন্তু গত ২৪ মার্চ তিনি আপিল বিভাগে নিয়োগ পাওয়ায় ওই বেঞ্চ বাতিল হয়ে যায়। এরপর রিটকারী আইনজীবী নতুন বেঞ্চ গঠনের আবেদন জানান।
রিটটি ২০২৩ সালের ২৫ আগস্ট ১০ জন আইনজীবীর পক্ষে দায়ের করা হয়, যেখানে মূল ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশনা চাওয়া হয়। হাইকোর্ট পরে রুল জারি করে জানতে চায়—বর্তমানে প্রযোজ্য ১১৬ অনুচ্ছেদ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না। রুলের শুনানি নতুন গঠিত বেঞ্চে শুরু হয়েছে।

