সচিবালয়ে প্রবেশ কোরতে পারবে না স্টিকারবিহীন ও মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত গাড়ি

প্রকাশ :
সংশোধিত :

সচিবালয়ে স্টিকারবিহীন যেকোনো ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
এছাড়া, যেসব গাড়ির আগে ইস্যু করা আয়তাকার স্টিকারের মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলোর প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের যানবাহনের জন্য নতুন (গোলাকার) স্টিকার সংগ্রহ করতে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জানানো হয়েছে।
সম্প্রতি জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, মেয়াদোত্তীর্ণ আয়তাকার স্টিকারযুক্ত কিংবা স্টিকারবিহীন কোনো যানবাহন আর সচিবালয়ে প্রবেশ করতে পারবে না। এ জন্য বর্তমানে ব্যবহৃত গোলাকার স্টিকার গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

