প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি

প্রকাশ :
সংশোধিত :

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা, সচিবালয় এবং সংলগ্ন এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল ও জনসমাগমমূলক কার্যক্রম নিষিদ্ধ করেছে।
আজ রোববার (০৪ জানুয়ারি) দুপুরে ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ডিএমপির ২৯ ধারার ক্ষমতা ব্যবহার করে সোমবার (৫ জানুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নিষিদ্ধ এলাকাগুলোর মধ্যে রয়েছে: বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও যমুনা পার্শ্ববর্তী এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিং। এই এলাকায় সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রাসহ যেকোনো ধরনের জনসমাগমমূলক কর্মসূচি সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।


For all latest news, follow The Financial Express Google News channel.