অহেতুক সড়ক অবরোধ থেকে বিরত থাকার আহ্বান ডিএমপির

প্রকাশ :
সংশোধিত :

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নগরবাসীর বৃহত্তর স্বার্থ এবং সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখতে অপ্রয়োজনীয় সড়ক অবরোধ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আজ বুধবার (২৩ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন দল ও কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী নানা দাবি ও প্রতিবাদ কর্মসূচির অজুহাতে হঠাৎ করেই সড়ক অবরোধ করছেন। এর ফলে ঢাকার রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অফিসগামী মানুষ, এমনকি বিদেশগামী যাত্রী ও জরুরি চিকিৎসা সেবার প্রয়োজনীয় রোগী পরিবহনে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।
তিনি আরও জানান, যানজট নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক বিভাগ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও অহেতুক রাস্তা বন্ধ করার কারণে জনদুর্ভোগ বাড়ছে।
এই পরিস্থিতিতে নাগরিকদের স্বার্থ রক্ষায় এবং ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখতে, যেকোনো ধরনের অপ্রয়োজনীয় সড়ক অবরোধ এড়িয়ে চলার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীগুলোর প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।

