নভেম্বরের শুরুতেই রাজধানীতে বাড়ছে গরমের অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক

প্রকাশ :
সংশোধিত :

রাজধানী ও আশপাশের এলাকায় ফের বাড়ছে উষ্ণতার অনুভূতি। আজ সোমবার (০৩ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজকের দিনে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং সকাল থেকে দুপুর পর্যন্ত গরমের তীব্রতা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪ থেকে ৮ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে, ফলে আজও রাজধানীবাসীকে হালকা গরম অনুভব করতে হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল রোববার (০২ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, নভেম্বরের শুরুতেই যে উষ্ণতা অনুভূত হচ্ছে তা মৌসুমি পরিবর্তনের স্বাভাবিক প্রভাব। যদিও উত্তর দিক থেকে শুষ্ক বাতাস বইছে, তবুও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম লাগছে।
 
 
              For all latest news, follow The Financial Express Google News channel.